* বেঁচে থাকাটা জরুরি। কারন মরে গেলে সুখ দুঃখের বিষয় আসে না।
* নিজেকে সুস্থ রাখতে হবে । সেটা শারীরিক ও মানসিক ভাবে । নিজে যদি খুশিতে থাকো তো তুমি অপরকে সুখ দিতে পারবে।
* জীবনে কেউ সুখে থাকতে পারে না। কারন তার দরকারের থেকে চাহিদা বেশি ।
* যার জীবনে চাহিদা যত কম, সে তত বেশি সুখী
* আর নিজেকে সুখী রাখতে গেলে কারো সঙ্গে তুলনা করলে হবে না। আর যদি তুলনা করতে হয় তবে তার সাথে তুলনা কর যে তোমার থেকে কষ্টে আছে, তবে দেখবে তুমি জীবনে অনেক সুখী।
* সর্ব-অবস্থায় আল্লাহ্ কে স্মরণ করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে।
ধন্যবাদ।